আমাদের অর্জনসমূহ:
কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টরের অবদান অত্যান্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মোট জিডিপির ২.৫৩ শতাংশ, কৃষিজ জিডিপির ২২.২৬ শতাংশ আসে মৎস্যখাত থেকে। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে, মৎস্যখাতে জিডিপি প্রবৃদ্ধি ২.৮১ শতাংশ । জিডিপিতে ইলিশের অবদান ০.৯১ শতাংশ। ২০২৩-২০২৪ অর্থবছরে মাছের উৎপাদন ৫০.১৮ লক্ষ মে. টন। ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ আহরণ ৫.২৯ লক্ষ মে.টন, যা মোট উৎপাদিত মাছের প্রায় ১১ শতাংশ। ২০২৪-২০২৫ অর্থবছরে প্রায় ৬১৪৫ কোটি টাকা মূল্যের প্রায় ৯১ হাজার মে.টন মৎস্য ও মৎস্যজাত দ্রব্য রপ্তানী করা হয়েছে। বাংলাদেশ অভ্যান্তরীন মুক্ত জলাশয়ে মাছ আহরণে বিশ্বে ২য়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছে বিশ্বে ৫ম, ইলিশ আহরণে ১ম, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস